পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে শ্রেণী ও পেশাভিত্তিক সংগঠন তৈরীতে সহযোগিতা দান।
উপকারভোগী সদস্যের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/ কর্মসূচী বাস্তবায়ন।
দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠনের সুযোগ সৃষ্টি।
আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ।
উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন।
উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠন মূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন।
সদস্যদের উৎপাদিত শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের জন্য বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা।
কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ যন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপন, স্যানিটেশন সহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা।